EIIN : 104303
College Code : 3026 Road No: 17, CDA, R/A, Agrabad., Double Mooring, Chattogram; 01309-104303
আগ্রাবাদ মহিলা কলেজ Agrabad Mohila College Road No: 17, CDA, R/A, Agrabad., Bandar, Double Mooring, Chattogram
01309-104303; amcchittagong@yahoo.com
উপাধ্যক্ষ - মনোয়ারা বেগম

    আগ্রাবাদ মহিলা কলেজটি চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি একটি সুন্দর, মনোরম, নিরিবিলি, শান্ত পরিবেশে অবস্থিত। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও কৃতিত্বের সাথে পরিচালিত হয়ে আসছে।

    শিক্ষা জাতির মেরুদন্ড, সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরনে কাঙ্খিত পরিবর্তন। আর এ লক্ষ্যে শিক্ষার্থীদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অত্র কলেজের শিক্ষকমন্ডলী নিরলস পরিশ্রম করে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রতিভা সহজে বিকাশের জন্য অত্র প্রতিষ্ঠানে রয়েছে সাধারন শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলা সহ বিভিন্ন শিক্ষা সহায়ক কার্যক্রম।

    তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্ব আজ আমাদের আপন মুঠোয় দৃশ্যমান। মানুষ তার শত ব্যস্ততার পর এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে। সেই সুবাদে বিশ্বায়নের যে কোন প্রান্তে যোগাযোগের মাধ্যম হচ্ছে প্রাতিষ্ঠানিক একটি "ওয়েবসাইট "।সেখানে সন্নিবেশিত থাকবে প্রতিষ্ঠানের অতীত-বর্তমান, ছোট-বড় প্রয়োজনীয় সব তথ্য।

    বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্য নিয়ে এ কলেজ এগিয়ে চলছে।মান সম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।